• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে স্বনির্ভরকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩১ পিএম
নরসিংদীতে স্বনির্ভরকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

হলধর দাস:"সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত"আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য প্রকল্প অবহিতকরণ সভা সোমবার(২৫ মার্চ-২০২৪) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন,নরসিংদী ও  ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী 'র জেলা প্রশাসক  ড. বদিউল আলম। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ সাজ্জাদ পারভেজ। 

স্বাগত বক্তব্য রাখেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পরিচালক জেসিয়া খাতুন। প্রকল্পের বিস্তারিত বিষয় ছায়া চিত্রের মাধ্যমে তুলে ধরেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাইকোসোস্যাল কাউন্সিলর ফাতিমা তুজ জোহরা ও ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার শাহ মারুফ এহসান সিদ্দিকী। 

প্রজেক্ট এর প্রতি সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন, এডভোকেট শিরিন সুলতানা মৌ, জেলা সমাজ সেবা কর্মকর্তা,জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর,নরসিংদী সমবায় প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর, আবেদ টেক্সটাইল মিলের কর্মকর্তা, ম্যাপস এর নির্বাহী পরিচালক মোঃ আলী হোসেন, পিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ তাজুল ইসলাম  প্রমুখ।

সভাপতির ভাষণে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মোস্তফা মনোয়ার বলেন আমাদেরকে উন্নত দেশে পৌঁছতে হলে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের সামনের দিকে এগিয়ে আনতে হবে। সেক্ষেত্র ওয়্যারবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। 

ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পরিচালক জেসিয়া খাতুন বলেন, মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের মর্যাদা ও কল্যান পুনরুদ্ধার করা এবং তাদের স্বনির্ভর করে গড়ে তোলা, তথা সমাজে তাদেরকে পুন: টেকসই একত্রীকরণ করা আমাদের কাজ। আমাদের প্রত্যক্ষ লক্ষ্যমাত্রা মে- ২০২৭ সাল পর্যন্ত সময়ের মধ্যে মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত  ৬ হাজার নারী-পুরুষ। আমাদের প্রজেক্ট দেশের ১০টি জেলা জুড়ে।

জেলাগুলো হচ্ছে- নরসিংদী, কক্সবাজার, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, ফরিদপুর শরীয়তপুর ও ঢাকা। 
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ