হলধর দাস: নরসিংদীর শিবপুর উপজেলা এলাকায় র্যাব-১১ এক ঝটিকা অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজ চক্রের সক্রিয় ৫ সদস্যকে আটক করে শিবপুর থানা পুলিশে সোপর্দ করেছে। র্যাব-১১,সিপিএসসি,নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ খবর জানিয়েছেন।
প্রেস রিলিজে তিনি বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর দেড় টায় র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার শিবপুর থানাধীন শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিবপুর টু মনোহরদীগামী রোডে জনৈক সোহাগের একচালা দোকান ঘরের উত্তর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে চাঁদা আদায়ের সময় ৫ জন চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো শাহেদ শেখ (৩০), পিতা- তারা মিয়া, সাং- পূর্বের গাও, শাহাদাত হোসেন রানা (২৬), পিতা- খোরশেদ আলম, সাং- চক্রধা, রাজিব মিয়া (২০), পিতা- রেনু মিয়া, সাং- শিবপুর পূর্বপাড়া, রানা ভূইয়া (৩০), পিতা- আব্দুল করিম, সাং- নগর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে, সানি ভূইয়া (২০), পিতা- মৃত জালাল ভূইয়া, সাং- সাতপাড়া, সর্ব থানা- শিবপুর, জেলা- নরসিংদী ।
এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ- ১২,৯৮০/-টাকা, চাঁদা আদায়ের রশিদ- ২০০ পৃষ্টা, ০৫টি মোবাইল ও ০৮টি সীমকার্ড উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, দীর্ঘদিন যাবত একটি চাঁদাবাজ চক্র নরসিংদী জেলার শিবপুর থানাধীন শিবপুর-মনোহরদী হাইওয়েতে গণপরিবহন হতে শুরু করে প্রায় সকল ধরনের দূরপাল্লার যানবাহনে বিভিন্ন ভয়ভীতি ও আতংক সৃষ্টি করে ভুয়া রশিদ দিয়ে এপর্যন্ত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে।
সাধারণ জনগণের নিকট হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত মৌখিক অভিযোগ এর ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী'র একটি গোয়েন্দা দল শিবপুর এর গুরুত্বপূর্ণ সড়কের সংযোগ কেন্দ্রগুলিতে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। অতঃপর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে উপরোল্লিখিত ব্যক্তিদের চলন্ত পরিবহন থামিয়ে চাঁদা আদায় করার সময় ভুয়া রশিদ বই ও নগদ অর্থসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে শিবপুর থানায় উপরোক্ত আলামতসহ নিয়মিত মামলার জন্য
হস্তান্তর করা হয়েছে। মামলা নং-২০, তারিখ- ২২/০৯/২০২২, ধারা- দন্ডবিধি ৩৮৫/৩৮৬।