নিজস্ব প্রতিনিধি: যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে ব্যতিক্রর্মী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর ফুটবল একাডেমি নামে একটি সংগঠন এই ব্যতিক্রমী আয়োজন করেন।
২৯ জুলাই (শুক্রবার) বিকেলে স্থানীয় সুলতানপুর তৌহিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি মাহবুব আলম প্রিন্স।
৮টি দল নিয়ে অনুষ্ঠিত টুর্ণামেন্টে অংশগ্রহনকারী দলের মধ্যে উদ্বোধনী দিনে দক্ষিণ দেওড়াকে সুলতানপুর একাদশ, আলীনগরকে চলনা একাদশ, ইছাখালীকে মালিতা একাদশ ও পলাশকে সুলতানপুর জুনিয়র দল পরাজিত করে জয় লাভ করে।
উদ্বোধনী খেলায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলম নয়ন কাজী, সহ সভাপতি শহিদুল ইসলাম, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুলতান উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক ও পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ ইকবাল রাসেল।
টুর্ণামেন্টের প্রথম দিনের খেলা উপভোগ করতে মাঠে উপস্তিত হন কয়েক সহস্রাধিক দর্শক। তারাও এই উদ্যোগকে স্বাগত জানান।
সুলতানপুর ফুটবল একাডেমীর সভাপতির ব্যক্তিগত অর্থায়নে খেলায় অংশগ্রহকারী প্রত্যেক দলের জন্য জার্সি সহ সকল ব্যয়ভার বহন করা হচ্ছে।
এবিষয়ে টুর্ণামেন্টের উদ্যোক্তা ও সুলতানপুর ফুটবল একাডেমীর সভাপতি মাহবুব আলম প্রিন্স জানান, সম্প্রতি এদেশের যুব সমাজের একটি বৃহৎ অংশ মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে সুস্থ্য জীবন থেকে ঝড়ে যাচ্ছে। এদের কেউ অপরাধের সাথে জড়িত হয়ে কারাভোগ করছে আবার কেউ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমরা চিন্তুা করে দেখেছি যে, তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে পারলে কিছুটা হলেও তাদের মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখা সম্ভব। যার জন্য এই ফুটবল একাডেমির প্রতিষ্ঠা।
এই সংগঠনের প্রথম উদ্যোগ ৮টি দল নিয়ে ফুটবল টুর্ণামেন্ট। এছাড়া এই সংগঠনের পক্ষ থেকে একের পর এক মহতি উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।