হলধর দাস: নরসিংদীতে চারদিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনূর্ধ্য-১৭-এর সেমিফাইনাল খেলা বৃহস্পতিবার(৯জুন) সম্পন্ন হয়েছে ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার(৯ জুন) অনুষ্ঠিত দু'টি সেমি ফাইনাল খেলার মধ্যে নরসিংদী পৌরসভা দল মাধবদী পৌরসভা দলকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত ফাইনালে উঠে
এবং শিবপুর উপজেলা দলকে ২-০ গোলে পরাজিত করে রায়পুরা উপজেলা দল ফাইনালে উঠতে সমর্থ হয়।
এর আগে গত ৮ জুন অনুষ্ঠিত সেমি ফাইনালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত দুটি খেলার মধ্যে পলাশ উপজেলা দলের সাথে ওয়াক ওভারে ফাইনালে উঠে নরসিংদী পৌরসভা দল এবং নরসিংদী সদর উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে রায়পুরা উপজেলা দল। ফাইনাল খেলার দিন তারিখ এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলে জানান সংশ্লিষ্ট সূত্র।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং ঢাকা যুব ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় গত সোমবার( ৬ জুন) নরসিংদী মোছলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামে খেলা শুরু হর।খেলার মোঃ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আক্তার,নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
আলতাফ হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের পর অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন।