ক্রীড়া প্রতিবেদক: নরসিংদীতে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া এলাকার আমিরাবাদ বনিকপাড়া মাঠে এই মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ফ্রেন্ড ক্লাব জয়লাভ করে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
আমিরাবাদ রাইটার্স ক্লাব বনাম ফ্রেন্ড ক্লাব এই দুটি ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলাটি ছিল উপভোগ্য। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যকার খেলায় ২-১ গোলের ব্যবধানে ফ্রেন্ড ক্লাব জয় পেয়ে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটিেউপভোগ করেন সংগীতা বাজার ব্যবসায়িক সমিতি সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা যুবদল মোহাম্মদ জাকারিয়া হোসাইন।
চিনিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও নরসিংদী সদর দলিল লেখক সমিতির আহবায়ক মো: জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে উক্ত মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন ঘোড়াদিয়া এলা্কার ব্যবসায়ী মো: হারুন ভূঁইয়া।
এই টুর্ণামেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন গাবতলী এলাকার ব্যবসায়ী মো. মুঞ্জুরুল হক প্রধান এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন নরসিংদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হারুন মিয়া ও কালাইগোবিন্দপুর এলাকার সমাজ সেবক মো. রাজা সরকার
পুরস্কার বিতরণী অননুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন। ঘোড়াদিয়ার আমিরাবাদ এলাকার সমাজ সেবক মো. আসাবুদ্দিন ভূঁইয়া, মো. শাহ জালাল, পুলিশ সদস্য মো. সোহেল সিকদার প্রমূখ।
খেলা শেষে বিজয়ী ও টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান দল ফ্রেন্ড ক্লাব ও বিজীত দল আমিরাবাদ রাইটার্স ক্লাবের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ জাকারিয়া হোসাইনসহ অন্যান্য অতিথিরা।