• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৩২ পিএম
শিবপুরে দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শিবপর উপজেলার দরগারবন্দ নতুন বাজার যুব সমাজের আয়োজনে নরসিংদীর শিবপুরে দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যা ৭.৪৫ টায় ফানুশ উড়ানো ও  আঁতশবাজির মাধ্যমে এ খেলার শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার জনাব মোঃ রুহুল আমিন। খেলায় রেফারির দায়িত্ব পালনে ছিলেন সৌরভ। ক্রীড়া পরিচালনায় ছিলেন জনাব মোঃ সজিব খান ও জনাব মোঃ সজিব ফকির। ফাইনাল ম্যাচে দরগারবন্দ ফ্রেন্ড যোন ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে এলইডি টিভি জিতে নেয় দরগারবন্দ ডাক্তারবাড়ি ফুটবল একাদশ। এর আগে দরগারবন্দ নতুনবাজার ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নিশ্চিত করে দরগারবন্দ ফ্রেন্ড যোন ক্লাব, একইসঙ্গে ব্রাদার্স যোন ক্লাবকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে ফাইনাল খেলা নিশ্চিত করে দরগারবন্দ ডাক্তারবাড়ি ফুটবল একাদশ। 

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কথাসাহিত্যিক গ্রামীণ ব্যাংক এমপ্লয়ি এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান ও গ্রামীণ কল্যাণের অব: উর্ধ্বতন নির্বাহী জনাব বি এম বরকতউল্লাহ। অনিবার্য কারণবশত খেলার সম্মানিত সভাপতি মিল্লাত ম্যানুফাকচারিং কোম্পানির মহাব্যবস্থাপক জনাব নাজমুল হোসেন খান এবং উদ্ভোধক শিবপুর উপজেলা আওয়ামিলীগ এর দপ্তর সম্পাদক জনাব মাসুদ পারভেজ উপস্থিত থাকতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব সোহেল শেখ, বিশিষ্ট সমাজসেবক জনাব সোহরাব হোসেন খান, বিশিষ্ট সমাজসেবক জনাব মতিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাফিজউদ্দিন শেখ, বিশিষ্ট সমাজসেবক জনাব মজনু শেখ প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিমন, মোকারম, নাইম, লিজন, সজিব, কমল, সুজন, নাহিদ, মিজান, রুবেল, আল-কামার প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি ভবিষ্যতে এমন আরো খেলায় উপস্থিত থাকার আশ্বাস দেন।

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ