আবুল কাশেম: নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ঐতিহ্যবাহী আলোকবালী এ এম সি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও মা সমাবেশ বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার (১১মার্চ) সকালে অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন।
সাকিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী, আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু কাউসার মিয়া, হুমায়ূন কবির, বিপাশা আক্তার, আরিফ চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুজ্জামান, মাহমুদা খানম,নাসির উদ্দিন,আমান মেম্বার, গোলাম মোস্তফা মেম্বার,হযরত আলী মেম্বার,সামাল মেম্বার,পারুল মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি চরাঞ্চলে এসে উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পোষাক পরিধান দেখে অত্যন্ত খুশি, আমিও একজন অজপাড়া গ্রামের মেয়ে,আমি যদি নিজের অদম্য পরিশ্রমের দ্বারা এই পজিশনে আসতে পারি, তোমরাও এর চেয়ে ভাল পজিশনে যেতে পারবে,এজন্য থাকতে হবে মনোবল। তোমরাই আগামির ভবিষ্যৎ।বাল্য বিবাহ বন্ধ করতে হবে,টেটা যুদ্ধ করা চলবে না।কেউ টাকার জন্য লেখা পড়া করতে না পারলে আমার সাথে দেখা করবে।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।