• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় 'তারুণ্যের আলো' আয়োজিত ফুটবল টুর্ণােমন্ট'র ফাইনাল অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৭ এএম
রায়পুরায় 'তারুণ্যের আলো' আয়োজিত ফুটবল টুর্ণােমন্ট'র ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নরসিংদী রায়পুরায় তারুণ্যের আলো একাডেমির উদ্যোগে ফুটবল টুর্ণােমন্ট'র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ নয়াচর উলুম ফাজিল মাদ্রাসা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশ নেয় মহিষবেড় ফুটবল একাদশ বনাম বাঙালিনগর ফুটবল একাদশ।

বিশিষ্ট ক্রীড়ানুরাগি আলী রেজাউর রহমান রিপন'র সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বতাপূর্ণ এই খেলা উপভোগ করেন রামপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, মাসুদ মিয়া, খোরশেদ আলম, মাসুদ মিয়া, মিলন মাস্টারে, মোমেন মরকর, শরীয়ত উল্লাহ, মিজান মিলিটারি, আলম মোল্লা, ইলিয়াস মেম্বার, হারুন অর রশিদ, শহিদুল্লাহ ডিলার, মতি মেম্বার, চান মিয়া প্রধান, শফিকুল ইসলাম, রায়হান প্রধান, রুবেল প্রধান আব্দুল্লাহ আলফাজ, আহমেদ নুর রাসেল, শাহাদাৎ হোসাইন প্রমূখ।

টানটান উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলায় পুরো ৯০ মিনিট ছিল উপভোগ্য। খেলায় বাঙালি নগর ফুটবল একাদশ ২-০ গোলে মহিষবেড় ফুটবল একাদশকে পরাজিত করে টুর্ণােমন্ট'র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয় বিজিত উভয় দলের টিম ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে সিরাজনগর নয়াচর এলাকার সর্বস্তরের মানুষ আড়িয়াল খাঁ নদীর উপর রাধাগঞ্জ বাজার-সিরাজনগর নয়াচর একটি সেতু নির্মাণে মানববন্ধন কর্মসূচি পালন করে।

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ