স্টাফ রিপোর্ট: নরসিংদীর দুই শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামিকে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার বাগহাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রবিন ওরফে রনি (৩২) ও বাগহাটা (টেকপাড়া) গ্রামের আতাউল্লাহর ছেলে মো. দুলাল মিয়া (৩১)।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বুধবার দিবাগত রাতে নরসিংদী সদর থানার বাগহাটা মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় সেখান থেকে চিহ্নিত দুই সন্ত্রাসী রনি ও দুলালকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩শ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম