• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে কিশোরগ্যাংয়ের হাতে কলেজছাত্র খুন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৯ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫১ পিএম
শিবপুরে কিশোরগ্যাংয়ের হাতে কলেজছাত্র খুন 

স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুরে পূর্বত্রুতার জেরে কিশোরগ্যাংয়ের সদস‍্যদের ছুরিকাঘাতে  নাহিদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বন্যার বাজার তাতারকান্দী এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত কলেজ ছাত্র উপজেলার তাতারকান্দী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের জন্য কলেজে যায় নাহিদ। এসময় এলাকায় কিশোরগ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যান্যরা তাকে ধাওয়া করে । ধাওয়াকারীরা দেশিয় অস্ত্র (চাপাতি) নিয়ে এলোপাতারি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে ডুবিয়ে হত্যা করে।

তারা আরো জানান, আমরা তাকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসি। ওই কিশোরগ্যাং সদস্যদের সাথে স্কুলের একটি তুচ্ছ ঘটনা নিয়ে পূর্বশত্রুতা ছিল বলে আমরা জানতে পেরেছি। অভিযুক্তরা এলাকায় কিশোরগ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আট কিংবা গ্রেফতার করা যায়নি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ