মকবুল হোসেন: নরসিংদীর মাধবদীতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ লাদেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
রবিবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাধবদীর কোতালীরচর এলাকার মাছুমের বাড়ি থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মায়ার সহযোগী লাদেনকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবদীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মায়া, তার সাবেক স্বামী মাছুম ও মায়ার সহযোগী লাদেন একটি মাদকের বড় চালান বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মায়ার সাবেক স্বামী মাছুমের বাড়িতে অভিযান চালায়।
এসময় মাদক বিক্রির সময় মায়ার সহযোগী লাদেনকে ১৫০ বোতল ফেন্সিডিল সহ পুলিশ গ্রেফতার করলেও মায়া এবং তার স্বামী মাছুম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মায়ার সহযোগী লাদেনকে গ্রেফতার করলেও মায়া ও তার সাবেক স্বামী মাছুমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত লাদেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ও জানান তিনি।