জাগো নরসিংদী রিপোর্ট: নরসিংদী পৌর পার্কে জেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালনায় প্রতি মাসের ন্যায় এই মাসেও এক বেলা রান্না করা খাবার খাওয়ালো 'মেহমান খানা।'
আজ দুপুরে অসহায়, গরিব, পথচারীসহ সকলকে এক বেলা খাবার খাইয়েছে সেচ্ছাসেবী সংগঠনটি।
প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন অথবা ২ দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি।
পর্যায়ক্রমে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় মেহমান খানার কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ।
মেহমান খানার আহ্বায়ক শেখ রাসেল মাহমুদ এবং মশিউর রহমান জাবেদ এর নেতৃত্বে এবারের মেহমান খানা পরিচালিত হয়।
মেহমান খানা এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কেন্দ্রীয় সেচ্ছাসেবী সংগঠন ফোরাম আহ্বায়ক, বিশিষ্ট দানবীর, স্পেন প্রবাসী আবু বকর তামিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, আজহার শামীম, কবি ও ছড়াকার মুখলেছুর রহমান, কবিমন কাউছার, আসাদ সরকার, মিজানুর রহমান এবং নরসিংদী উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।