• নরসিংদী
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

 টঙ্গী থানার সাবেক ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৩ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:০৬ এএম
 টঙ্গী থানার সাবেক ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা 

হলধর দাস: ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সংরক্ষণের দায়ে এবার থানার সাবেক ওসি গাজী রুহুল ইমাম(৫৬) ও তার স্ত্রী মিসেস আসমাউল হুসনা উল্কা (৪৮) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন নরসিংদী -গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া। 

দুদক, সজেকা, গাজীপুরের মামলা নং-০২
তারিখঃ ২৯/২/২০২৪ খ্রি, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও দন্ডবিধির
১০৯ ধারা।

মামলার বিবরনে প্রকাশ,গাজী রুহুল ইমাম(৫৬)
ও তার স্ত্রী মিসেস আসমাউল হুসনা উল্কা (৪৮) 
জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ অবৈধ
সম্পদ অর্জনপূর্বক পরস্পর যোগসাজশে দখলে রেখে তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

আসামী (১) মিসেস আসমাউল হুসনা উল্কা (৪৮) ও তার স্বামী: গাজী রুহুল ইমাম, গ্রাম-হরিনখানা, ডাকঘর- পিসি কলেজ, খানা, বাগেরহাট সদর, জেলা- বাগেরহাট। 

বর্তমান ঠিকানা: আপন নিবাস (২য় তলা), ফ্ল্যাট নং-ট/১, ফায়দাবাদ, সেক্টর-৫, উত্তরা, ঢাকা ও (২) গাজী রুহুল ইমাম (৫৬), (এন.আই ডি নং-১৯৬৮৩৩২৩০১৪০০০০০৭) নব: গ্রাম-হরিনগানা, ডাকঘর- পিসি কলেজ, খানা, বাগেরহাট সদর, জেলা, বাগেরহাট, বর্তমান ঠিকানা: আপন নিবাস (২য় তলা),ব ফ্ল্যাট নং-ট/১, ফায়দাবাদ, সেক্টর-৫, উত্তরা, ঢাকা কর্তৃক একে অপরের সহায়তায় ২ নং আসামী গাজী রুহুল ইমাম এর ঘুস ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ আয়ের উৎস আড়াল করার অসৎ উদ্দেশ্যে উহার প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ বা জন্মাবৃত করণসহ জ্ঞাতসারে স্থানান্তরের মাধ্যমে তার স্ত্রী আসামী মিসেস আসমাউল হুসনা উল্কার নামে মোট ৫০,৩১,৮০৫/- (পঞ্চাশ লক্ষ একত্রিশ হাজার আটশত পঁচানব্বই) টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ অবৈধ যা  দুর্নীতির মাধ্যমে অর্জন করেছে বলে প্রতিয়মান
হয়েছে। 

দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার নথি নং-০০.০১.২৬০০,৬১৩,০৩, ৩১৯.২০ এর মাধ্যমে পরিচালিত অভিযোগ অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র/তথ্যাদি এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, আসামী মিসেস আসমা উল হুসনা, স্বামী-গাজী রুহুল ইমাম এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধান শেষে সঠিক মর্মে প্রতীয়মান হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় আসামী মিসেস আসমা উল হুসনা এর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারী করা হয়। তৎপ্রেক্ষিতে আসামী মিসেস আসমা উল হুসনা গত ০৪/০৭/২০১৯ খ্রিঃ তারিখে উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ বরাবর সম্পদ বিবরণী (ফরম নং-০০০২৭৭১) দাখিল করেন। 

উক্ত সম্পদ বিবরণী অনুসন্ধান/যাচাই অন্তে জনাব রেজাউল করিম, সহকারী পরিচালক, দুদক, সজেকা, ঢাকা-২ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মিসেস আসমা উল হুসনা এর বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন। অতঃপর পুনঃ অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য জনাব মোঃ সাইদুজ্জামান, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরকে নির্দেশনা প্রদান করা হয়। তৎপ্রেক্ষিতে অনুসন্ধান শেষে মামলা রুজুর সুপারিশ করে কমিশন বরাবরে তিনি পুনঃ অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন।

অনুসন্ধান প্রতিবেদনসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মিসেস আসমা উল হুসনা উল্কা ঢাকায় একটি ফ্ল্যাটসহ ০৩টি দলিলমূলে মোট (২,৮১,৬০০ + ২৬,৪৫,০০০ + ১১,০০,০০০) = ৪০,২৬,৬০০/- টাকার স্থাবর সম্পদ এবং একটি প্রাইভেট কার, সঞ্চয়পত্র, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও নগদ অর্থসহ মোট ৫২,৯৬,৪০০/-টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট (৪০,২৬,৬০০+৫২,৯৬,৪০০) = ৯৩,২৩,০০০/- টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এছাড়া, মিসেস আসমা উল হুসনা উল্কার নামে ৮,০০,০০০/-(স্বামীর নিকট হতে গ্রহণ) টাকার দায়দেনার তথ্য পাওয়া যায়।

মিসেস আসমাউল হুসনা উল্কার প্রারম্ভিক জেরসহ ব্যবসা বা পেশার আয়, কৃষি আয় ও নিরাপত্তা জামানতের সুদ বাবদ আয়সহ মোট গ্রহণযোগ্য আয়ের পরিমাণ (১৭,৫০,০০০ + ২০,০০,০০০ + ৪,৭৪,৮০০ + ৯,১২,০০০) =

৫৯,৩৬,৮০০/- টাকা। 
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারা। দুদক সূত্রে প্রকাশ, ১নং আসামী কর্তৃক একে অপরের সহায়তায় ২ নং আসামী গাজী রুহুল ইমাম এর মুল ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ আয়ের উৎস আড়াল করার অসৎ উদ্দেশ্যে উহার প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ বা জন্মাবৃত করণসহ জ্ঞাতসারে স্থানান্তর/ রুপান্তরের মাধ্যমে তার স্ত্রী আসামী মিসেস আসমাউল হুসনা উল্কার নামে মোট ৫০,৩১,৮৯৫/- (পঞ্চাশ লক্ষ একত্রিশ হাজার আটশত পঁচানব্বই) টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জনপূর্বক পরস্পরযোগসাজশে
দখলে রেখে তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ