• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৩৫ পিএম
নরসিংদীতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ৭ দিন ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। ভুমি সেবার মান বৃদ্ধি করতে নব-নির্মিত আধুনিক ভবনে কার্যক্রম চালু করেছে দপ্তরটি।

সোমবার (২২ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সেক্টর কমান্ডার ফোরাম-৭১এর নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মার্ট ভূমি সেবা, ভূমি সেবা উন্নয়ন, ভূমি নকশা, ভূমি পিডিয়া ও নামজারিসহ নানাবিধ ভূমি সেবা বিষয়ে  আলোচনা করেন অতিথিরা। ভূমি সেবায় আধুনিকায়ন করে কিভাবে ভোগান্তি কমানো যায় এবং সুষ্ঠু সেবা প্রদান করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক।

সভায় স্থানীয় অন্তত শতাধিক ভূমি মালিক, সুবিধাভোগী ও সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাগোনরসিংদী/শহজু

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ