• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৩ পিএম
নরসিংদীতে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 
প্রশিক্ষণ। ছবি : জাগো নরসিংদী

হলধর দাস: ডিজিটাল ভূমি সেবার প্রচারণার অংশ হিসেবে নরসিংদী জেলার রাজস্ব প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের "ভূমি ব্যবস্থাপনায় ক্যাশলেস নরসিংদী" শিরোনামে হাতে-কলমে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

সকাল ৯টায় ভূমি মন্ত্রণালয় ও নরসিংদী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে (Zoom প্লাটফর্মের মাধ্যমে) শুভ উদ্বোধন করেন ভূমি মন্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান পিএএ।

উদ্বোধনী সভার শুরুতে ডিজিটাল ভূমি সেবা বাস্তবায়নে নরসিংদী জেলার অনিস্পন্ন ভূমি সেবার তথ্যচিত্র উপস্থাপন করেন নরডিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ মাসুম। 

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ  মারুফ খান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন যথাক্রমে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর জাহিদ হোসেন পনির পিএ এ,ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমদ, বিজনেস অটোমেশনের পরিচালক  শোহেব আহমেদ মাসুদ,বিজনেস অটোমেশনের সমন্বয়ক পারভেজ হোসেন ও শামীম খান, প্রজেক্ট কোঅর্ডিনেটর সাজ্জাদ শৈবাল।

প্রশিক্ষণের বিভিন্ন বিষের মধ্যে ছিল 'ডিজিটাল ভূমি সেবা সিস্টেমসমূহেরয উপর প্রাক মূল্যায়ন', "Towards Cashless Narsingdi : Hands on Training for Land Officials ", ড্যাসবোর্ডের মাধ্যমে ই-নামজারি কার্যক্রম মনিটরিং, ই-নামজারি সহজীকরণে জারিকৃত পরিবর্তনের ভিত্তিতে নতুন সংযোগসমূহ", ই-নামজারি বাস্তবায়নে কারিগারি সমস্যা সমাধান, হাতে কলমে এল ডি ট্যাক্স সিস্টেমের সমস্যা ও সমাধান, ড্যাশবোর্ড এর মাধ্যমে মনিটরিং সিস্টেম, ডাকসেবার মাধ্যমে অনলাইন খতিয়ান সেবা: সমস্যা ও সমাধান এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন বিষয়ে পরামর্শ প্রদান"। 

জাগো নরসিংদী/হধস
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ