স্টাফ রিপোর্ট: নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কলকলা পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো: নয়ন মিয়া (৪৪) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার মায়াকাশি এলাকার মৃত বক্কর মিয়ার মেয়ে মোছা. রোজিনা বেগম (৩৯)।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মহাসড়কে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করে। এসময় গাড়ীতে রাখা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। আটককৃতরা ১২ লাখ টাকা মূল্যের গাঁজা নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জে পাচারের উদ্দেশ্যে নরসিংদী হয়ে যাচ্ছিল। এ সময় গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।