• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে ৪টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৫৯ পিএম
পলাশে ৪টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা
ইটভাটায় অভিযান। ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্ট: নরসিংদীর পলাশ উপজেলায় ৪টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং। 

সোমবার (২৬ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এই জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার নরসিংদী জেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে পলাশ উপজেলার ভি‌রিন্দা ও কা‌জৈর এলাকায় অবস্থিত মেসার্স ফারুক ট্রেডার্স ১ ও ২, মেসার্স হাজী র‌ফিজ উ‌দ্দিন টেডার্স এবং মেসার্স মুগ্ধ ট্রেডার্স নামক ইটভাটার প্রত্যেক‌টি‌কে ২ লাখ টাকা ক‌রে মোট ৮ লাখ টাকা জরিমানা করেন।

এসময় প্রায় ২ লাখ কাঁচা ইট নষ্ট করা হয় এবং এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।এ অভিযানে সহযোগিতা করেন নরসিংদী জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস। 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ