• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৬ পিএম
প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেফতার

পলাশ প্রতিনিধি:নরসিংদীর পলাশে কিশোরী প্রেমিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাকিব মিয়া (২০) নামে  প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ এপ্রিল) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাকিব মিয়া ঘোড়াশাল পৌর শহরের কুমারটেক গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পলাশ উপজেলার স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে সাকিব মিয়া উত্যক্ত করতো এবং তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তারা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি কুমারটেক গ্রামের কারীমা নামে এক নারীর ফাঁকা বাসায় সাকিব তার প্রেমিকাকে কথা বলার জন্য নিয়ে যায়। সেখানে কথা বলার এক পর্যায়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সাকিব মিয়া। পরে ওই কিশোরী সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। বদনামের ভয়ে এঘটনা কাউকে জানায়নি কিশোরী।  এই সুযোগই নেয় সাকিব। চলতি মাসের ১৬ এপ্রিল আবারও তাকে কুপ্রস্তাব দেয়। পরে এলাকায় এসব ঘটনা জানাজানি হলে ওই কিশোরীর বাবা বাদী হয়ে পলাশ থানায় সাকিবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে সাকিব মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ