
শেখ মানিক: নরসিংদীর শিবপুরে রায়হান পোল্ট্রি মুরগির খামারে অজ্ঞাত রোগের কারণে প্রায় ২ হাজার লেয়ার মুরগির মৃত্যুর ঘটনায় পথে বসতে চলেছে খামারি মনির হোসেন। উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের রায়হান পোল্ট্রি ফার্মে এই ঘটনাটি ঘটেছে। খামারের সব মুরগি মারা যাওয়ায় তার অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
খামারি মনির হোসেন জানায়, আমার শেডের প্রায় ২ হাজার লেয়ার মুরগি অনেক ঘাম, শ্রম ও অর্থব্যয় করার পরেই মুরগি গুলো ডিম পাড়া শুরু করেছে। গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে ও পরের দিন শুক্রবার সকালে এই দুই দিনের ব্যবধানে হঠাৎ অজ্ঞাত রোগের কারণে সব মুরগি মারা যাওয়ায় আমি এখন পথে বসে গেছি। সংশ্লিষ্ট চিকিৎসকের নিকট থেকে ওষুধ এনেও মুরগিগুলো রক্ষা করতে পারিনি। এতে আমার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন আমি ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করব। ঋণের টাকা পরিশোধের চিন্তায় অস্থির হয়ে গেছি।
শিবপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মিথুন সরকার জানান, এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি।