• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

সিটিসেল টাওয়ারটি বিক্রি করে দিলেন উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি!


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১৪ এএম
সিটিসেল টাওয়ারটি বিক্রি করে দিলেন উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি!
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবতে দেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি সিটিসেল'র পরিত‍্যাক্ত টাওয়ারে হরিলুট চালিয়েছে উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি। কোন রকম টেন্ডার ছাড়াই নিজেদের পদ-পদবী এবং দলীয় প্রভাব খাটিয়ে টাওয়ারের বিভিন্ন সরঞ্জামসহ বিটিএস রুমের মালপত্র খুলে নেয়ার অভিযোগ উঠেছে।

রমজান মাসের মাঝামাঝি থেকে ঈদ পরবর্তী সময়ে ২০/২৫ দিন ধরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর এলাকার পরিত্যক্ত সিটিসেল টাওয়ারের মালপত্র খুলে নিয়ে এ হরিলুট চালায় তারা।

জানা যায়, দেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি সিটিসেল ২০১৪ সালে বন্ধ হয়ে যায়। এরপর থেকে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিটিসেলের টাওয়ারগুলো পরিত‍্যাক্ত অবস্থায় পড়ে থাকে। নরসিংদীর বেলাব উপজেলার খামারেরচর এলাকার সিটিসেল টাওয়ারে হরিলুটের মাধ‍্যমে সকল মালামাল খুলে নেয় স্থানীয় একটি প্রভাবশালী মহল।

সিটিসেল টাওয়ারের মালপত্র খুলে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের নেতৃত্বে ক্লাবের একটি বেলাব উপজেলার খামারচর এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায় টাওয়ারের প্রধান ফটক সীলগালা করা আছে। ভিতরে বিটিএস রুমের দুটি দরজাই খোলা বাহির থেকে যতটুকু দেখা যায় তাতে মনে ভিতরে তেমন কিছু অবশিষ্ট নেই।  সেখানে টাওয়ার ভাঙ্গার শ্রমিকসহ অন‍্যান‍্য কাউকে পাওয়া যায়নি। সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি টের পেয়ে তারা রান্না করা গরম ভাত তরকারি রেখেই পালিয়ে যায়। 

এসময় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রোজার মাসের ১৯/২০ (তারিখটা কেউ সঠিক ভাবে বলতে পারেনি) রমজান বেলাব উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শমসের জামান ভূঁইয়া রিটন, নারায়ণপুর ইউপি চেয়ারম‍্যান কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু টাওয়ারের সামনে এসে  সিকিউরিটি সুপারভাইজার সিরাজুল ইসলামকে ডেকে পাঠায়।

এসময় উপজেলা চেয়ারম‍্যান রিটন সিকিউরিটি সিরাজুল ইসলামকে পরিত‍্যাক্ত সিটিসেল টাওয়ারটি নিলাম হয়েছে বলে জানায়। এতে বৃদ্ধ সিরাজুল ইসলাম নিলামের কাগজ দেখতে চাইলে উপজেলা চেয়ারম‍্যানের নিজের ও আরজু নামে অপর ব‍্যক্তির স্বাক্ষরযুক্ত একটি নিলামের কাগজ তাকে বের করে দেখান তিনি। নিলামের ওই কাগজে সন্দিহান হয়ে সিরাজুল ইসলাম উপজেলা চেয়ারম‍্যানকে সিটিসেল কোম্পানির কারো স্বাক্ষর বা ইউএনও'র স্বাক্ষর করিয়ে আনতে বলেন বলে জানায় স্থানীয়রা। 

স্থানীয়রা জানায় ঠিক ওই সময়ে উপজেলা চেয়ারম‍্যান শমসের জামান ভূঁইয়া রিটন ও নারায়ণপুর ইউপি চেয়ারম‍্যান কাজলের উপস্থিতিতে ছাত্রলীগের সভাপতি  সারোয়ার হোসেন অপু  টাওয়ারের প্রধান ফটকসহ বিটিএস রুমের তালা ভেঙ্গে ফেলে। পড়ে টাওয়ার ভাঙ্গার কাজে নিযুক্ত ঠিকাদার আরজু মিয়ার শ্রমিকরা বিটিএস রুমে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেয়। এভাবে বেশ কয়েকদিন চালায় হরিলুট। এলাকাবাসী ও টাওয়ারের সিকিউরিটি সিরাজুল ইসলামসহ তার তিন সহকর্মী তাদেরকে বাধা দেওয়ার সাহস পায়নি। এদিকে টাওয়ার ভাঙ্গার খবরটি পল্লীবিদ‍্যুৎ অফিসে আসলে তারা তাদের বকেয়া আদায়ের স্বার্থে এসে বাধা দেয়। এরপরেও টাওয়ার ভাঙ্গার কাজ চালিয়ে যেতে থাকে প্রভাবশালী মহলটি। 

পরবর্তীতে পল্লীবিদ‍্যুৎ বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট  মোহাম্মদ নাজমুল হাসান এসে টাওয়ারে প্রধান ফটকে সীলগালা করে দিয়ে যায়। ততক্ষনে দাঁড়ানো টাওয়ারের লোহার পাতগুলো ছাড়া বাকী সব খুলে লুট করে নিয়ে গিয়েছে স্থানীয় ওই প্রভাবশালী মহলটি।

নাম না বলা শর্তে স্থানীয় এক ব‍্যক্তি বলেন, 'মাত্র সাড়ে পাঁচমাস আগে দূর্নীতির দায়ে হারানো উপজেলা চেয়ারম‍্যানের চেয়ারটি ফিরে পেয়েছেন। সেই চেয়ার ফিরে পেতে না পেতেই এবার আস্তো সিটিসেলের টাওয়ার গিলে ফেললেন উপজেলা চেয়ারম‍্যান লিটন!!'

এব‍্যাপারে সিকিউরিটি সুপারভাইজর সিরাজুল ইসলামের সাথে কথা বললে, আমি টাওয়ার ভাঙ্গা ঠেকাতে চেষ্টা করে ব‍্যর্থ হয়েছি। এব‍্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব‍্যবস্থা নেয়নি। উল্টো উপজেলা চেয়ারম‍্যান আজ সোমবার (১৫ মে) সকালে আমাকে অভিযোগটি তুলে নেয়ার জন‍্য ডেকে নিয়ে শাসালে বাধ‍্য হয়ে আমাকে তা তুলে নিতে হয়েছে।

ঠিকাদার আরজু মিয়াকে ফোন করলে তিনি অনেক দূরে আছেন বলে বলেন, 'এটা তো এখন সীলগালা হয়ে গেছে। আর জানেনিতো এটার সাথে উপজেলা চেয়ারম‍্যান জড়িত উপজেলার অন‍্যান‍্য নেতারা জড়িত।

উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন  অপু এঘটনার সাথে তিনি জড়িত নয় বলে জানান। যারা তার কথা বলেছেন তারা মিথ‍্যাচার করেছেন বলে তিনি বলেন, 'আসলে এই টাওয়ার পিছনে ইন্ধন জুগিয়েছে ওই বৃদ্ধ সিকিউরিটি গার্ড সিরাজ। তিনি ব‍্যক্তিগত সুবিধা আদায়ের জন‍্য যারা টাওয়ারটা ভেঙ্গেছে তাদেরকে সুযোগ করে দিয়েছেন।

নারায়ণপুর ইউপি চেয়ারম‍্যান কাজল বলেন, টাওয়ার ভাঙ্গার বিষয়টি আমি জানতাম না উপজেলা চেয়ারম‍্যান লিটন ভাই টাওয়ার এলাকায় এসে আমাকে ফোন করলে আমি সেখানে আসি। তবে তিনি নিলামের যে কাগজ দেখিয়েছেন তা আমার কাছে সঠিক বলে মনে হয়। আমি নিলামে সঠিক কাগজ এনে টাওয়ার ভাঙ্গতে বলি। পরবর্তীতে আমি আর এবিষয়ে কোন খোঁজখবর নেইনি।'

আবদুল্লাহ নামে সিটিসেল কোম্পানির একজন কর্মকর্তা (কোম্পানি বন্ধ থাকায় বর্তমান চাকুরি নেই) বলেন, এভাবে অন‍্যের জিনিস ভেঙ্গে নিয়ে যাওয়াটা অন‍্যায়। টাওয়ার নিলামের নামে যে কাগজ দেখিছে তা সৃজন করে জালিয়াতি করেছে টাওয়ার ভাঙ্গার সাথে জড়িতরা। আসলে আমাদের টেন্ডারের পদ্ধতিটাই আলাদা। আর যদি নিলাম হয়েই থাকে তাহলে তাতে আমাদের কোম্পানির স্বাক্ষর ও সীল থাকবেনা? এটা কি করে হয়। আপনারা সেটা দেখেছেন কিনা জানিনা সেখানে উপজেলা চেয়ারম‍্যান আর ঠিকাদার আরজুর স্বাক্ষর আছে শুধু। এ বিষয় আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বলবো।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ'র কাছে জানতে চাইলে তিনি বলেন, থানায় অভিযোগের পর  কাজ বন্ধ ছিল। পরে অবশ‍্য কার্যাদেশ পাওয়ার পর অভিযোগ তুলে নিয়েছে। আমাদেরকে এমনটাই জানিয়েছিল অভিযোগকারী।

এ ব্যাপারে বেলাবো উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি ঘটনার প্রথম দিন রমজান মাসে ছিলাম এরপর আর এই বিষয়ে কোন কিছু জানিনা। এলাকার মানুষ আইস‍্যা ধরছে তাই সেদিন গেছিলাম। তবে শুনছি সেটা নাকি সীলগালা হয়ে গেছে।

এব‍্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা বলেন, সিটিসেল  কোম্পানির কোন অথরিটিকে খুঁজে পাওয়া যায়নি। পল্লী বিদ‍্যুৎ বকেয়া বিলের প্রেক্ষিতে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাওয়ারটিতে  তালা মেরে দেওয়া হয়। তবে এই ভাঙচুর বা লুটপাটের ঘটনায় কারা জড়িত তা জানা নেই।

জাগোনরসিংদী/শহজু

 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ