• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৭ পিএম
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র নিহত
লোগো

জাগো নরসিংদী রিপোর্ট: নরসিংদীর বেলাব উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। 

নিহত কিশোরের নাম আরিয়ান ভূঁইয়া (১৬)। সে বেলাব উপজেলার গাংকুলপাড়ার আরিফ ভূঁইয়ার ছেলে। আরিয়ান ভূঁইয়া স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।

ইট বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে সে মারা যায়। 

সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে চাচাত ভাই সোহান ভূঁইয়ার সঙ্গে তার মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিল আরিয়ান।

অন্যদিকে ইটবোঝাই ট্রলিটি বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৯টায় তাদের মোটরসাইকেলটি রাজারবাগ এলাকা অতিক্রমের সময় ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সড়কে ছিঁটকে পড়েন মোটরসাইকেল আরোহী ওই কিশোর। পরে ট্রলিটি তাকে চাপা দিয়ে চলে যায়। ফলে   ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বেলাব থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন খান ঘটনাস্থলে এসে নিহত কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বললেন , 'নিহত কিশোরের পরিবার মামলা করবেন বলে আমাদের জানিয়েছেন।'

ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ