নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশে সুলতানপুর তৌহিদ মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের উদ্যোগে একশো অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয় জামতলায় আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো: মোক্তার হোসেন এর সভাপতিত্বে এসময় চায়না বাংলা সিরামিকস এর চীফ অব অফিসার ও স্কুলের সাবেক ছাত্র আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চরসিন্দুর ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন রতন। সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল হক এর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন স্কুলের জমিদাতা আনোয়ার হোসেন আনার, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, ব্যবসায়ী মোস্তাক আহমেদ, সংগঠনের সহসভাপতি মাসুদ ভূইয়াসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রথমে স্কুলের যত শিক্ষার্থী ও শিক্ষক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে স্কুলের প্রাক্তন ছাত্র অথচ আর্থিকভাবে অস্বচ্ছল তেমন একশো পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। সবশেষে সংগঠনের উদ্যেগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাগো নরসিংদী/রাসেল