• নরসিংদী
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ তিন জন গ্রেফতার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৪৬ পিএম
নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ তিন জন গ্রেফতার 
গ্রেফতারকৃত তিন আসামি

হলধর দাস: নরসিংদী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবাসহ তিন  জনকে গ্রেফতার করেছে  জেলা গোয়েন্দা পুলিশ। 

রবিবার (১৭ জুলাই)দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়। 

জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জামিরুল ইসলাম এর নেতৃত্বে একটি দল নাগরিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে  শহরের বাউল পাড়া এলাকার ওমর আলী খানের ছেলে আল আমিন খান (৩১), করিমপুর এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে সাইদুর রহমান ছাদু (২৮) ও নাগরিয়াকান্দি এলাকার অহিদুর রহমান এর ছেলে রফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। 

এসময় তাদের দখল থাকা একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবাস উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃত আল আমিন এর বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় ৪টি এবং সাইদুর রহমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ