নিজস্ব প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশের গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা ৯ নং ওয়ার্ডের আবু সাঈদ (৬৭), মিয়ার কুড়াপাড়া এবং আব্দুল বাতেন মিয়ার কলাবাগানের ৫০- ৬০ টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। গত বুধবার (২৭ ডিসেম্বর) রাত দশটার সময় এ ঘটনা ঘটে ।প্রত্যক্ষদর্শী মামুন মিয়া (৩৫) বলেন, আমরা ঘুমিয়ে পড়লে হঠাৎ দেখি আগুনের লেলিহান শিখা, আমার ডাক চিৎকারে বাড়ির সবাই এবং পাড়া-প্রতিবেশী লোকজন মিলে আগুন নিভাতে আমরা সক্ষম হই, তিনি আরো বলেন সকালে উঠে দেখি আমার কলাবাগানের ৫০-৬০ টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
পূর্ব শত্রুতা কারো সাথে ছিল কিনা জানতে চাইলে মামুন মিয়া বলেন ,আমার বাড়ির পাশের কাজল নামের এক লোকের সাথে পথের জায়গা নিয়ে কথাকাটা কাটি হয় ।আমার মনে হয় ওরাই এই কাজটি করেছে।
কাজল মিঞার সাথে টেলিফোনে এ ব্যাপারে জানতে চাইলে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন তিনি।
পলাশ থানায় কর্মরত পুলিশ সদস্য এস আই শামসুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন পূর্বে মারামারি করে ২পক্ষই অভিযোগ দায়ের করেছে, তবে বুধবারের ঘটনায় কেও এখনো থানায় অভিযোগ দায়ের করেনি
গজারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া বলেন, পূর্বে জমিসংক্রান্ত একটা ঝামেলার কথা আমাদের জানানো হলে চেয়ারম্যান সহ আমরা শনিবার (৩০ডিসেম্বর) বৈঠকে বসার সময় দেই, পরে কাজল মিয়ার পক্ষ জানায় তারা বৈঠকে বসতে রাজি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার দাবি করেন ভোক্তভোগী পরিবার।