• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বিএনপি নেতা খোকন ও ছাত্রদল নেতা নাহিদ রিমান্ডে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৬ পিএম
বিএনপি নেতা খোকন ও ছাত্রদল নেতা নাহিদ রিমান্ডে

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে দুই ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিক খায়রুল কবির খোকন ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ । মঙ্গলবার (১৪ নভেম্বর)  দুপুরে সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মেহেদী হাসান রিমান্ড  আদেশ প্রদান করলে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন‍্য রিমান্ডে নেয়।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মে বিকেলে ছাত্রদলের বহিকৃত নেতারা  ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবীতে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির চিনিশপুরের অস্থায়ী কার্যালয়ের সামনে যাবার পথে জেলখানা মোড়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়  জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিকৃত নেতা ছাদিকুর রহমান সাদেক ও তার অনুসারী আশরাফুল হক (২২) । পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই ওইদিন সন্ধ‍্যায় সাদেক মারা যায় এবং পরের দিন চিকিৎসাধীন অবস্থায় আশরাফুলের মৃত্যু হয়।

ওই ঘটনায় নিহত ছাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানা ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপির ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় হত্যামামলা দায়ের করেন। ওই মামলায় খায়রুল কবির খোকন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেয়।

চলতি বছরের ২৭ জুলাই তার জামিনের মেয়াদ শেষে হয়ে যাওয়ার পর আদালত থেকে তিনি আর স্থায়ী জামিন নেয়নি। এই প্রেক্ষিতে  ২৫ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকার খিলগাঁও এলাকার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। 

এই মামলায় মঙ্গলবার খায়রুল কবির  খোকন ও সিদ্দিকুর রহমান নাহিদকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সিদ্দিকুর রহমান নাহিদকে জিজ্ঞাসাবাদের জন‍্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক বিএনপি নেতা খোকন ও ছাত্রদল নেতা নাহিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, জোড়া হত্যা মামালার অধিকতর তদন্তের স্বার্থে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  

উল্লেখ্য : ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইন উদ্দিন ভূঁইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি পদ দেওয়া হয়। এতে তাঁর অনুসারী নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে ভাঙচুর করেন।

এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন পদবঞ্চিতরা ও বহিকৃতরা। এরই ধারাবাহিকতায় ২৫ মে বিকেলে পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রা বের করলে দুর্বৃত্তের গুলিতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান সাদেক ও তাঁর অনুসারী আশরাফুল হক  নিহত হন।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ