আসাদ সরকার
গানের পাখি বুলবুল
কোথায় প্রিয় নজরুল?
ভোরে ডাকা পাখি,
ডাকি তোমায় সুরে
থেকো না আর দূরে
বীরের মতো এসো
আমার পাশে বসো
খুলে দুটি আঁখি।
কুসুম বাগের ফুলে
ঝাড়কা বাবরি চুলে
এবার এসো ফিরে,
হাতে বিষয়ে বাঁশি
মুখটি ভরা হাসি
আমার ছোট্ট নীড়ে।