মকবুল হোসেন : নরসিংদীর মাধবদীতে গোয়ালঘরে দেয়া কয়েলের আগুনে কৃষক তাইজুল ইসলাম, তার তিন ভাই-বোনসহ পার্শ্ববর্তী আরো দুইটি বসতঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ।
এসময় কৃষক তাইজুল ইসলামের গোয়ালে থাকা চারটি গাভীর শরীরের বিভিন্ন স্থান আগুনে পুড়ে রায়।
বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া তিনটার দিকে তাইজুলের গোয়ালঘরে গরু ছুটাছুটি করতে শুরু করে। পরে চোর সন্দেহে আমরা এগিয়ে গিয়ে দেখি তার গোয়ালঘরে আগুন জ্বলছে । কোনোকিছু বুঝে ওঠার আগেই তাইজুলের ভাই আইবুর, সফি, বোন রাহেলা, আয়মান ও হাজী মিয়াজ উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসে খবর দিয়ে তাদের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই।
ততক্ষণে ৬ টি ঘরের টিভি, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ সবকিছু পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ।
মাধবদী ফায়ার স্টেশন কর্মকর্তা খায়রুল আলম বলেন, 'আমরা আগুন লাগার খবর পেয়ে রাত সাড়ে তিনটার ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি।
ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২ টি গোয়ালঘর ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।'
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।