• নরসিংদী
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৪৫ পিএম
নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় পাষন্ড স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ.ন.ম ইলিয়াস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরের খরিয়া দক্ষিণপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনকে তার স্ত্রী জুনু বেগম শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।

ঘটনার পর নিহতের বড় ভাই মো: আলী হোসেন বাদী হয়ে জুনু বেগমকে আসামী করে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ তাকে গ্রেপ্তার কওে আদালতে প্রেরণ করলে আসামী জুনু বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

মামলার দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা এসআই মুক্তার হোসেন চুরান্ত প্রতিবেদন দাখিল করলে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ঘটনার ১০ মাস ১৪ দিনের মাথায় মঙ্গলবার দুপুরে আদালত রায় প্রদান করেন।

নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-এর বিজ্ঞ বিচরক আ.ন.ম ইলিয়াস আসামী জুনু বেগমকে হত্যার দায়ে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদ- সেই সাথে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। অনাদায়ে আরও ১ বছরের কারাদ-ের আদেশ দেন।

এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট খন্দকার হালিম আদালতের সন্তুষ্টি প্রকাশ করেছে। অপরদিকে রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামীপক্ষের আইনজীবি এডভোকেট আরিফুল ইসলাম।

জাগোনরসিংদী/শহজু

 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ