• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৯ পিএম
নরসিংদীতে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ১২ কেজি গাঁজাসহ দুই  মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার (১০ জুন)  সকালে করিমপুরের পঞ্চবটি বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীনগর চরপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে বাছেদ (৩৮) ও উত্তরপাড়া  গ্রামের মৃত বেদন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮)। 

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মডেল থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া জানান, শনিবার সকালে মাদক বহন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটি বাজারে এসআই মনোয়ার হোসেন তার অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে বস্তায় ভর্তি ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। 

এসময় তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে। 

জাগোনরসিংদী/শহজু

 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ