নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় “ব্যবসা পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রাণী সম্পদ বিভাগের পরিচালক কৃষিবিদ জিনাত সুলতানা।
এসময় বিমেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রাণী সম্পদ বিভাগের উপ প্রধান রোগতত্ববিদ ডা: মো: নাজমুল হক, নরসিংদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ছাইফুল ইসলাম, উপ পরিচালক ডা: মোস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আবু হানিফ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা: মুহা. মারুফ রিজভী তালুকদার ও নরসিংদী সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শাহজালাল।
নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৪০জন দুগ্ধ উৎপাদনকারী খামারী এই প্রশিক্ষণে অংশ নেয়।