• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ৩৬ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৪ পিএম
নরসিংদীতে ৩৬ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
জব্দকৃত মাদক

স্টাফ রিপোর্টার: নরসিংদীর বাদুয়ারচর উত্তরপাড়া এলাকায় আজ (১৮জুন) রবিবার সকালে অভিযান পরিচালনা করে সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর বাদুয়ারচর এলাকার মৃত শফিউদ্দিন আহম্মেদ এর ছেলে সোহেল (৪৮), মৃত আনোয়ার হোসেন এর ছেলে শফিউল্লাহ (৩৫) ও মৃত অমর বর্মন  এর ছেলে অজয় বর্মন।

রবিবার সন্ধ্যায় র‌্যাব-১১ নরসিংদী এর ক্যাম্প কমান্ডার খলিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এসময় ক্যাম্প কমান্ডার খলিলুর রহমান জানান,  গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজশে নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ট্রেনে করে এসব মাদক নরসিংদী ও তার  আশে পাশের এলাকায় বিক্রি করতেন।

রবিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানার বাদুয়ারচর এলাকা থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক মূল্য ৭লক্ষ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদীর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম/শহজু
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ