• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু : হাসপাতালে ভর্তি সাতজন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১৩ পিএম
নরসিংদীতে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু : হাসপাতালে ভর্তি সাতজন 

স্টাফ রিপোর্টার: নরসিংদীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নরসিংদীতে পুষ্প রানি সাহা (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।  সোমবার (১৭ জুলাই) রাতে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুষ্পা রানীর মৃত‍্যূ হয়।

নিহত পুষ্পা রানী  জেলা শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। 

সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, গতকালকে পুষ্প বুক ব্যথা এবং শরীরের  প্রচন্ড জ্বর নিয়ে জেলা হাসপাতালে আসেন। তাৎক্ষণিক আমরা তার চিকিৎসা ব্যবস্থা করি। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা বুঝতে পারি পুষ্পা ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। রাতে পুষ্পর অবস্থা অবনতি হলে আমরা তাকে ঢাকা নেওয়ার কথা জানাই। কিন্তু তার পরিবারের লোকজন নিতে অস্বীকার করে। পরবর্তীতে রাতে সে মারা যায়। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এখনও পর্যন্ত যারা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭ জন রোগী ভর্তি রয়েছে। প্রতিদিনই নরসিংদী বিভিন্ন উপজেলা থেকে জ্বর নিয়ে মানুষজন আসছে জেলা ও সদর হাসপাতালে। বর্তমানে জেলায় মোট ৯১ জন ডেঙ্গু রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ