• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

চেক প্রতারণা মামলায় রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৭ পিএম
চেক প্রতারণা মামলায় রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চেক প্রতারণা মামলায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে নরসিংদী তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে  মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন মিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নরসিংদী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান,  কামাল হোসেন নামে এক ব‍্যবসায়ীর  করা ৩০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় মোমেন মিয়াকে গ্রেফতার করা হয়। গত বছর ওই ব‍্যবসায়ী নরসিংদী জজ আদালতে দায়ের করেন। ওই মামলায় নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোশতাক আহমেদ তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

জানা যায় রায়পুরা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মোমেন মিয়ার ইটভাটায় নিয়মিত কয়লা সরবরাহ করতেন মামলার বাদী কামাল হোসেন। সরবরাহকৃত কয়লার টাকা পরিশোধ করতে ওই ব্যবসায়ীকে নির্দিষ্ট তারিখের কেক প্রদান করে। ওই তারিখে ব্যাংকে চেকের বিপরীতে সমপরিমাণ টাকা না থাকায় প্রতারণা শামিল বলে মনে করেন ওই ব্যবসায়ী। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালতের বিজ্ঞ বিচারক বিষয়টি আমল নিয়ে বাইস চেয়ারম্যান আব্দুল মোমেন মিয়ার কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় প্রদান করেন। 

এ ব‍্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া  বলেন, মোমেন মিয়ার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।  তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে নরসিংদী রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ