নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এশিয়া বিডি লিমিটেড নামক একটি ব্যাটারী উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে কারখানার পরিবেশ ছাড়পত্র, ইটিপি ও সুরক্ষা সামগ্রী না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
নরসিংদী জেলাা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হাসানুর রহমান এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এশিয়া বিডি লিমিটেড নামক ব্যাটারী উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙন করায় এই জরিমানা করা হয়।
অভিযানকালে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।