• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীতে ভুয়া চিকিৎসককে জেল জরিমানা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৭ পিএম
মনোহরদীতে ভুয়া চিকিৎসককে জেল জরিমানা

স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদীতে  চিকিৎসক না হয়েও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে মোহাম্মদ মাসুম সরকার নামে এক ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা এবং সেইসাথে ৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম‍্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  চালাকচর বাজারে ভ্রাম‍্যমান আদালত জেল জরিমানার এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম‍্যাজিস্ট্র‍্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, উপজেলার চালাকচর বাজারে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়ালেখা না করে কোন সার্টিফিকেট না থাকা সত্ত্বেও আইন ও বিধি বহির্ভুতভাবে ওই এলাকায় গত দুই মাস যাবত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে মোহাম্মদ মাসুম সরকার নামে এই ভূয়া চিকিৎসক।

তিনি চিকিৎসক না হয়ে বিধি নিষেধ অমান‍্য করে রোগীদেরকে ব‍্যবস্থাপত্র প্রদান করে সেবা গ্রহীতার জীবন ও স্বাস্থ্য বিপন্নের  আশঙ্কা হতে পারে। তার এহেন কাজের দায়ে  "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর" ৪২ ধারায় তাকে  ৩০ হাজার টাকা  জরিমানা ও সেই সাথে ৫ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়।

পরে ওই ভুয়া চিকিৎসককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা কালে সাথে থেকে সহযোগিতা করেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র চিকিৎসক ডা. মো. মোখলেছুর রহমান টিটু,  মো. শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সজিব ফকির, সার্টিফিকেট সহকারী টুটুল বাস্পর, মোহাম্মদ সিরাজুল ইসলাম  ও মনোহরদী থানার পুলিশ।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ