শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে কুয়েত প্রবাসী মোঃ ফখর উদ্দিন মোল্লার ক্রয়কৃত জমি সন্ত্রাসী কায়দায় সীমানা প্রাচীর ভাঙচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জাকির মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে। জাকির মোল্লা দত্তেরগাও পশ্চিমপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিন মোল্লার ছেলে। শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের শিমুলতলা বাজার সংলগ্ন স্থানে গত ১১জুলাই সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ।
ভুক্তভোগী প্রবাসীর ছেলে ইয়াকুব মোল্লা হামলাকারী জাকির মোল্লা (৪৫)কে প্রধান আসামি করে ৩ জনের নামে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এমন পরিস্থিতিতে প্রবাসী পরিবার আতঙ্কে দিনযাপন করছে।
অভিযোগের বিবরণে জানা যায়, চলতি বছরের মে মাসে দত্তেরগাও পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির চান ভুইয়ার ছেলে আওলাদ হোসেন ভুইয়ার নিকট থেকে দশ দশমিক পঁচাত্তর শতাংশ জমি ক্রয় করেন প্রবাসী মোঃ ফখর উদ্দিন মোল্লা। ওই জমিতে জাকির মোল্লা গত ১৯৯৭ সাল থেকে একটি দোকানঘর ভাড়া নিয়ে সাইকেল ও রিক্সার মেকারি কাজ করতেন। প্রবাসী জমি ক্রয় করার ১৫ দিনের ভিতর দোকানঘরটি ছেড়ে দেওয়ার কথা থাকলেও দোকান ঘরটি ছেড়ে যায়নি। এখন সে জোরপূর্বক সীমানা প্রাচীর ভাঙচুর করে জমি দখলে নেওয়ার চেষ্টা করছে জাকির মোল্লা।
ভুক্তভোগী প্রবাসীর ছেলে ইয়াকুব মোল্লা বলেন, জাকির মোল্লাসহ তার সহযোগীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ আমার সহিত মারমুখী আচরন করছে। উনি ভাড়াটিয়া হয়ে আমার বাবার ক্রয়কৃত জমি সন্ত্রাসী কায়দায় নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর করে জমি দখলের চেষ্টার করছে। আমি প্রতিবাদ করলে বিবাদীরা আমাকে সহ আমাদের পরিবারের লোকজনদের বিভিন্ন ভয়ভীতি মূলক হুমকি প্রদান করে। তাদের ভয়ে আমরা আতঙ্কে দিনযাপন করছি।আমি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার চাই।
অভিযুক্ত জাকির মোল্লা বলেন, এখানে আমার বাবার ৮৬ পয়েন্ট জমি আছে। বাবার জমি অন্য লোকের নিকট থেকে ভাড়া নিয়া কেন ব্যবসা করছেন এমন প্রশ্ন করলে তিনি জানান আগে জানতেন না এখানে তার বাবার জমি আছে?।
স্থানীয়রা জানান, প্রবাসী মোঃ ফখর উদ্দিন মোল্লা এই জমি ক্রয় করে মালিক হয়েছে। ক্রয়সূত্রে মালিক হয়ে নিজের নামে নামজারি করেছেন। বিক্রেতা ও নামজারি করে জমি বিক্রি করেছেন। জাকির মোল্লা এই জমিতে ভাড়াটিয়া ছিলেন। লাঠিসোঁটা দিয়ে সন্ত্রাসী স্টাইলে এভাবে বাউন্ডারি ভাঙচুর করা আইন বহির্ভূত বলে মনে করছেন স্থানীয়রা।