• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৫৪ পিএম
নরসিংদীতে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও সভাপতির বিরুদ্ধে সংগঠনের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের চার বারের নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম।

শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নরসিংদীর শাপলা চত্বর এলাকার হাসান টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নরসিংদী জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, 'আমাদের সংগঠনের যাত্রা শুরু হয় ২০১০ সাল থেকে। সংগঠনটিতে প্রায় ৩ হাজার সদস্য রয়েছে। সংগঠনের সদস‍্য‍্যদর ভর্তি ফি বাবদ জন প্রতি ২ হাজার টাকা করে মোট ৬০ লাখ  টাকা এবং প্রতি ৩ বছর অন্তর ১ হাজার টাকা করে সদস্য নবায়ন ফি বাবদ ৪র্থ মেয়াধে এক কোটি ২০ লাখ টাকা ।

তাছাড়া বিগত ২০১৮ সালে মজিদ মোল্লা ফাউন্ডেশন থেকে শ্রমিক কল্যানের জন্য আব্দুল কাদির মোল্লার কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া আরও ২০ লাখ টাকা। সর্বমোট দুই কোটি টাকা সংগঠনের ফান্ডে থাকার কথা।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গচ্ছিত এসকল টাকা থেকে যে লভ্যাংশ আসবে তা সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মাঝে বন্টন করে দেওয়া হবে। কিন্তু বিগত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের লভ্যাংশের টাকা না দেওয়ায় আমি সাধারণ সম্পাদকের কাছ থেকে হিসাব চাইতে গেলে তারা আমাকে কোনরকম হিসাব না দিয়ে তালবাহানা করতে থাকে। সেই সাথে সংগঠনের টাকা আত্মসাতের পাঁয়তারা শুরু করে। আমি তাদের এ কাজে বাঁধা দিলে তারা দলবদ্ধভাবে ষড়যন্ত্র করে আমাকে সভাপতির পদ থেকে বরখাস্ত করে। যা সংগঠনে পরিপন্থী।

তাছাড়া বিগত ৫ বছরে সংগঠনের একাধিক সদস্য মৃত্যুবরন করলেও তাদের অসহযোগিতার কারণে ওই সকল সদস‍্যদের মৃত্যুকালীন ক্ষতি পূরনের টাকা দিতেও ব‍্যর্থ হই আমরা । তাদের এ হেন কার্যক্রমে আমি শঙ্কিত। সেই সাথে চিন্তিত আছি যে কোন সময় তারা  সংগঠনের অর্থ আত্মসাতসহ বড় ক্ষতি করতে পারে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ‍্যে সরকার সংগঠনে যে জায়গা অধিগ্রহন করে নিয়েছে তার অর্থও আত্মসাতের পায়তারা করছে উক্ত মহল।

তাই শ্রমিকদের স্বার্থে গত ২৬ জুলাই জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা (৫০), কোষাধ্যক্ষ মো. সুলতান (৪৫), কার্যকরী সভাপতি খোরশেদ আলম তাবিজ ও সাংগঠনিক সম্পাদক মো. মেজবাহ উদ্দিন (৪৫)সহ ১০ জনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

উল্লেখিত ঘটনায় সংগঠনের সদস্যদের তিল তিল করে জমানো অর্থ যেন কোন অসাধু চক্র গ্রাস করতে না পারে সেদিকে খেয়াল রাখতে নরসিংদী পুলিশ সুপার, জেলা প্রশাসক ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন তিনি।

এ ব্যাপারে নরসিংদী জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি স্বাক্ষতে এ ব‍্যাপারে কথা বলবেন বলে জানান। 
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ