রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় দেশীয় তৈরী একটি একনলা বন্দুকসহ এরশাদ মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ দিঘলিয়াকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেফতার ও বন্দুক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজী কামাল, এএসআই লালন ফকির ও গৌতমকে নিয়ে বাঁশগাড়ি দিঘলিয়াকান্দি এলাকায় বিশেষ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান কালে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গানসহ এরশাদ নামে একজনকে আটক করা হয়।
পরে আসামী এরশাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।