বেলাব প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মেহেদী হাসান কাউসার (২৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১ মার্চ) দিবাগত রাতে শিবপুর উপজেলার চৈত্যন্য ভাড়া বাড়ী থেকে তাকে গ্রেফতার করে বেলাব থানার পুলিশ।
গ্রেফতারকৃত পলাতক আসামি মেহেদী হাসান কাউসার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দা গ্রামের মো. আলকাছ মিয়ার ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান (পিপিএম) জানান, মেহেদী হাসান কাউসার বেলাবো থানায় করা ২০১৭ সালের ১৩ আগস্ট মাসে করা একটি মামলায় ৩৯৬ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান পলাতক থাকায় ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত তার গ্রেফতারি পরোয়ানা জারি করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বেলাব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়।
পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান'র (পিপিএম) নির্দেশে উপ-পরিদর্শক (এস আই)মো. আজিজুল আল মামুনের নেতৃত্বে শিবপুর উপজেলার চৈত্যন্য এলাকার ভাড়া বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। এ মামলা ছাড়াও গ্রেফতারকৃত মেহেদী হাসান কাউসারের বিরুদ্ধে বেলাব থানাসহ বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।
শনিবার (২ মার্চ) সকালে নরসিংদীর আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি আজিজুর রহমান জানায়।