• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

কেওক্রাডং ও আমি


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৪১ পিএম
কেওক্রাডং ও আমি
লোগো

মো. শাহজালাল মিঞা 

প্রথমে কথাটা আমারও মনে ধরেনি।
আমার ভাবনার হয়তো বেশ ফারাক ছিল।

অতঃপর -
বৃহস্পতিবার অবগত হলাম।

গ্রুপ ছবি! লেকের পাড়ে  - কটেজের বারান্দায়!

মুনলাই পাড়ার দুর্বাঘাসের লনে।
তুমি অনেকটা প্রাণবন্ত। 
নতুন বন্ধুদের সাথে বেশ  হাস্যেজ্জ্বল। 

রিয়াল বমের  দুতালা কাঠের বাড়ি!  
সৌখিন ট্রাভেলারগণ হালে কটেজ নাম দিয়েছেন। 
তুমি পাহাড়ি মুরগির ফ্রাই চিবুচ্ছো!
কাকে যেন তুলে দিচ্ছো ডিমের ছালুন।
স্থিরচিত্রের লোকগুলো  এর আগে কোথায় যেন দেখেছি??

আমাদের প্রিয় প্রাঙ্গণ অশথ তলার আড্ডায়?
নাকি   উদ্দেশ্য বিহীন নিরাক পড়া কোন পদব্রজে? 
মনে করতে পারছিনা। 
স্মৃতিগুলো আজকাল  বড্ড প্রতারক।

সামিট পয়েন্ট যে ফটোসেশান হলো!
 তাতে তুমি এতোটা পেছনের দিকে কেন??.
তুমি না আমাদের মধ্যমণি? অন্যতম আয়োজক।
তবে কি একবারও স্মৃতি তাড়িত হওনি??
বরং না হওয়ার কথা- এখন তোমার দারুণ সময়।এ

ই তো কভিড প্রারম্ভিক সময়ে আমরা সাজেক গেলাম।  

তখন সূর্যাস্তের সময়।
কংলাক চূড়ায় আমাদের কত উচ্ছ্বাস। 
তুমি ই ছিলে আমাদের  উদ্দীপনার কেন্দ্রবিন্দু।

আমরা একসাথে অনেকটা সময় ছিলাম - তুমি ভীষণ মুগ্ধ! 
অনুভব করলাম তুমি যেন  দেবশিশু। 

সে যাক!
এসব নিয়ে আর ভাবছিনা।
আমার  অযাচিত  কৌতূহল নেহায়াতই তোমার মনকে বিষাদিত করবে।
আজকাল তোমার মৌনতা! 

অবজ্ঞায় ভরা  নিস্পৃহতার একেকটা  অদৃশ্য প্রাচীর। 
নেই কোন  লৌহকপাট -  
কেবল দলা পাকানো কালো মেঘ। 

২৮ তারিখ মঙ্গলবার। 
কলিগ সেজান মাসুদ ট্যুর প্ল্যান করে মতামত জানতে চাইলেন। 
ভাবনায় তখনও আমার মধ্যমণি!
আমি নেই - এমন ট্যুর হতেই পারেনা।

কিন্তু তোমার  কোনরূপ সাড়া নেই। 

বৃহস্পতিবার। 
গোধূলীবেলা-
নিশ্চিত হলাম তোমরা কেওক্রাডং গিয়েছো।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ