• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ;   ০৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৪ পিএম
নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে বিদেশী পিস্তলসহ লিমন (২৬) নামে একাধিক মামলার আসমীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্ব) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান  নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

গ্রেফতারকৃত লিমন শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে লিমন (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিমনের বিরুদ্ধে খুন, ডাকাতি,  ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। সে শহরের শ্রাবণ হত্যা মামলার পলাতক আসামী। শুক্রবার রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো আ গাফ্ফার (বিপিএম) এর নেতৃত্বে পুলিশের একটি দল শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে লিমনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে, সে  জানায় তার ব্যবহৃত অস্ত্র রয়েছে । পরে তার দেখানো মতে শহরের দক্ষিন সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি হতে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

নরসিংদী মডেল  থানার উপপরিদর্শক মো. আ. গাফ্ফার (বিপিএম) জানায়, লিমন একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে নরসিংদীসহ আশপাশের থানায় ২টি হত্যা, ২টি ডাকাতি, ২টি চুরি ও ১ টি ছিনতাইয়ের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হয়েছে।  আদালত রিমান্ড আবেদন  পরবর্তী শুনানিতে ধার্য করে তাকে জেল হাজতে পাঠিয়েছে। 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ