• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে লুণ্ঠিত মালামালসহ এক দস্যু গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪৮ পিএম
নরসিংদীতে লুণ্ঠিত মালামালসহ এক দস্যু গ্রেফতার
গ্রেফতারকৃত দস্যু

মকবুল হোসেন:  নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা হতে দস্যুতার কাজে ব্যবহৃত ১টি নোয়া মাইক্রোবাস ও নগদ ২০ হাজার টাকাসহ ১ দস্যুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

৯ এপ্রিল  দুপুরে মাধবদী থানায় এক প্রেস ব্রিফিং এ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অণির্বান চেšধুরী জানান, গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে গ্রামীন ফোনের সেলস এক্সিকিউটিব মোঃ ইসহাক ভূইয়া (৩০) পাঁচদোনা এলাকা হইতে গ্রামীন ফোনের ফেক্সিলোড , সিম-কার্ড, মিনিট-কার্ড বিক্রি করে বেলা  ১২টার দিকে পাঁচদোনা টু ঘোড়াশালগামী রোডের নলুয়া এলাকায় মোবারক স্টোর এর সামনে পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা একটি সিলভার রংয়ের নোহা মাইক্রোবাস হইতে অজ্ঞাতনামা ৩/৪ জন দস্যু  জোড়পূর্বক ইসহাক ভূঁইয়াকে তাদের মাইক্রো  গাড়ীতে উঠিয়ে নিয়ে মারপিট করে তার সাথে থাকা নগদ ৪,৫০,০০০/- টাকা ও ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়।

পরবর্তীতে তাহাকে গাজীপুর জেলাধীন কালিগঞ্জ এলাকায় বঙ্গবন্ধু রাজার নামক স্থানে নামিয়ে দেয়। ইসহাক ভূইয়ার অভিযোগের ভিত্তিতে নরসিংদী জেলার গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করিয়া আন্তঃ জেলা দস্যু বগুড়া জেলার প্রাণনাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে আমিরুল ইসলাম(৪০) কে গ্রেফতার ও দস্যুতা কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো বাস ও লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার করে।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সামসুল আরেফীন, সদর সার্কেল সোহাগ আহামেদ, জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল বাশার, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান।

জাগো নরসিংদী /প্রতিনিধি 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ