• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় অস্ত্র গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৩ পিএম
রায়পুরায় অস্ত্র গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত তিন সন্ত্রাসী

স্টাফ রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে র‍্যাব-১১'র সদস‍্যরা উপজেলার তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

রবিবার (৩০ অক্টোবর) বিকেলে র‍্যাব-১১'র নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলো- রায়পুরা উপজেলার তুলাতুলী গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে মো. দুলাল ওরফে নুরুল হক (৪২), একই গ্রামের গিয়াস উদ্দিন'র ছেলে জুয়েল হোসেন (৩২) এবং মৃত বাচ্চু মিয়ার ছেলে আমিনুল ইসলাম সুজন (৩২)।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গ্রেফতারকৃত তিনজন তাদের সহযোগী সন্ত্রাসীদের সাহায‍্যে রায়পুরা থানা এলাকাসহ আশপাশ এলাকায় অস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে ত্রাসের সৃষ্টি করে অপরাধ করে আসছিল। বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতারের জন্য তৎপরতা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে রর‍্যা-১১, সিপিএসসি, নরসিংদীর একটি দল রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৩৮ টি ককটেল, ৬ টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান, ১১ টি শটগানের কার্তুজ, ৪ টি মোবাইল সেট, ৬ টি সীমকার্ড ও নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকাসহ দুর্গম চরাঞ্চলে দেশীয় প্রযুক্তিতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য তৈরি করে থাকে। এসব অস্ত্র নিজেরা ব্যবহারসহ অর্থের বিনিময়ে অন্যেদের কাছে বিক্রি করে থাকে বলে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় রায়পুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ