স্টাফ রিপোর্টার: নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ৩টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত।
এর আগে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. মনির হোসেন।
ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত'র
সভাপতিত্বে আগামী এক বছরের জন্য এ উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
এ বছর বাজেটে আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয় ২ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা। ব্যয় ধরা হয়ে ২কোটি ৭১ লাখ ৯৬ হাজা ৯৫ টাকা। পাশাপাশি উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৭৫ টাকা।
বাজেট আলোচনায় অংশ গ্রহণকারীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেয়ার তাগিদ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দানিছুর রহমান দানা, ইউপি সদস্য আতাউর রহমান, আব্দুল মজিদ, হাজী সেলিম মিয়া, নুপুর বণিক, সংরক্ষিত মহিলা সদস্য নিলুফা বেগম, লিপি বেগম, রাজিয়া বেগম, সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা বেলায়েত হোসেন সহ অত্র ইউনিয়নের শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, সমাজসেবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাগোনরসিংদী/শহজু