• নরসিংদী
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর মাধবদীতে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৮ পিএম
নরসিংদীর মাধবদীতে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

স্টাফ রিপোর্ট: নরসিংদীর মাধবদীতে ৮ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তত্বাবধানে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট জাকির হোসাইন। এসময় জেলা পুলিশ, র‌্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ৬ বছর ধরে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের রামচন্দ্রদী এলাকার ৪টি পয়েন্ট ব্যবহার করে বেশকিছু আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল।

একাধিকবার এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে কিছুদিন পর পুনরায় এসব অবৈধ গ্যাস সংযোগ নেয়া হয়।

প্রভাবশালীরা সংযোগ প্রতি এককালীন ৫ থেকে ১০ হাজার টাকা নেয়া ছাড়াও প্রতিমাসে ১৫০ থেকে ২০০ টাকা করে আদায় করে আসছিল। খবর পেয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানী লিমিটেড, নরসিংদীর ব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে প্রতিমাসে অন্তত ৩০ লাখ টাকার গ্যাস সাশ্রয় হওয়াসহ এখানকার শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাসের চাপ পাবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, দেশের জাতীয় সম্পদ গ্যাস অবৈধভাবে ব্যবহারের ফলে আবাসিক ও বাণিজ্যিক এর বৈধ গ্রাহকরা গ্যাসের চাপ ঠিকমত পাচ্ছিলেন না।

তিনি বলেন, 'সেজন্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সবখানে অভিযান অব্যাহত থাকবে।'

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ