নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর বাবুরহাটে প্রতারণা করে উকিল শ্বশুরের কয়েক কোটি টাকা মূল্যের ব্যাবসা প্রতিষ্ঠান লিখে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার সকাল দশটায় ফ্যামিলি কমিউনিটি সেন্টারের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোঃ শাহিন হোসেন ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার উকিল মেয়ের জামাই শহিদুল্লাহ বাহার দুই দফায় মোট এগারো বছর আমার শেখেরচর বাজারের পৈত্রিক দোকান ঘর ভাড়া নিয়ে সাব ভাড়া দিয়ে আসছেন । বিগত কয়েক বছর আগে আমার ছেলের ব্যবসার পুঁজির জন্য কিছু টাকার প্রয়োজন হলে আমি আমার উকিল মেয়ের জামাই শহীদুল্লাহ বাহারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি।
পরে সে ব্যাংকে জমি বন্ধক রেখে আমাকে ব্যাংক থেকে ঋণ তুলে দেওয়ার কথা বলে শেখেরচর মৌজাস্থিত ৬৭৬১ নং খতিয়ানে আর.এস-১৬০৮ নং দাগে কয়েক কোটি টাকা মূল্যের আমার পৈত্রিক সম্পত্তির ১.৯৪ শতাংশ জমি লিখে নেয়। পরে দীর্ঘদিন অতিবাহিত হলেও ব্যাংক থেকে ঋণ না দেওয়ায় ব্যাংকে বিষয়টি জানতে গিয়ে তার জালিয়াতি ধরা পড়ে। পরে বণিক সমিতি, ব্যাবসায়ী ও স্থানীয়দের নিয়ে আমার জমি ফিরিয়ে দিতে একাধিকবার তাগাদা দিলেও সে ফিরিয়ে না দিয়ে তালবাহানা শুরু করে।
এ নিয়ে স্থানীয়ভাবে বহু দেনদরবার করে মীমাংসা না হওয়ায় আমি আদালতের দ্বারস্থ হই। এরই ফাঁকে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে আমার জমি প্রথমে তার শ্যালক ও পরে তার স্ত্রী কুহিনুর আক্তারের নামে লিখে দেয়।
বর্তমানে সে শেখেরচর বাজার বণিক সমিতির কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে আমার দোকান ঘর গুলো অবৈধভাবে দখল করে সেখান থেকে আমাকে উচ্ছেদ করার পায়তারা করছে।
এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক প্রতারক শহীদুল্লাহ বাহারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি।