• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ১৪০ টি দুস্থ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫২ পিএম
শিবপুরে ১৪০ টি দুস্থ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সবাই মিলে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে ৬ষ্ঠ বারের মতো এবারো নরসিংদীর শিবপুরে ১৪০ টি দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রবাসী কর্তৃক প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন "দরগারবন্দ প্রবাসী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন"। 

শনিবার নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ গ্রামের দুস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে প্রতি ব্যাগে ছিল- পোলাও চাল, সেমাই, চিনি, সয়াবিন তেল, গোসলের সাবান, ডিটারজেন্ট  পাউডার, মসুর ডাল, গুঁড়া দুধ, সাদা ভাতের চাল। 

প্রবাসী ভাইদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় দরগারবন্দ প্রবাসী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।  প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সময় দেশের ক্লান্তিকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। 

করোনা মহামারিতে হত দরিদ্রদের সাহায্য করা, ফ্রি- চিকিৎসা ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে বেগবান করতে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ডেঙ্গুজ্বর প্রতিরোধে মশক নিধন কর্মসূচির মতো জনহিতৈষী কর্মকান্ডের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর প্রচেষ্টা রয়েছে সর্বদাই।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দরগারবন্দ প্রবাসী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক ওয়াদুদ খান, অর্থ বিষয়ক সম্পাদক রবিউল ভূঁইয়া। স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন মাসুক, রাফাত, মোস্তাফিজ, আসিফ, শাহেদ, শহিদ, মোজাম্মেল, রিফাত, বাঁধন প্রমুখ।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ