নাসিম আজাদ: নরসিংদীর পলাশে গাঁজা সেবনের দায়ে মো: সেলিম মিয়া (৪০) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। দন্ডপ্রাপ্ত সেলিম মিয়া উত্তর চরপাড়া গ্রামের মো: তৈয়ব আলীর ছেলে।
মোবাইল কোর্ট সূত্র জানায়, বেলা সৌয়া ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের একটি বাসা বাড়ীতে এক যুবক গাঁজা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্ব একটি টিম।
এসময় সেলিম মিয়াকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে মোবাইল কোর্ট বসিয়ে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা ওই মাদকসেবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, 'পলাশ উপজেলায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।'
জাগো নরসিংদী/প্রতিনিধি