• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম
মাধবদীতে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মকবুল হোসেন: জন্ম নিবন্ধন আইন মেনে চলুন,নবজাতকের জন্মের  ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করুন এই শ্লোগান কে সামনে রেখে মাধবদী  পৌরসভার  আয়োজনে আজ  সকাল ১১ টায় মাধবদী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় জন্ম মৃত্যু নিবন্ধন  বিষয়ক সচেতনতা  মূলক কর্মশালা ।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন জনাব মৌসুমী সরকার রাখী  উপ -পরিচালক (উপসচিব) স্হানীয় সরকার নরসিংদী, অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন মাধবদী  পৌরসভার  জননন্দিত মেয়র হাজী মো মোশাররফ  হোসেন প্রধান মানিক,।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন তানজিলা জান্নাত রেটিনা  সহ কারী কমিশনার নরসিংদী জেলা প্রশাসন,  পৌরসভার  সচিব  মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় সচেতনতা মূলক আরে রক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন  পৌরসভার ২  নং ওয়ার্ড কাউন্সিলার রাজিব আহাম্মেক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মনির সাহ্ ৪ নং ওয়ার্ড কাউন্সিলর  শেখ ফরিদ,৫ নং কাউণ্সিলার যথা ক্রমে হেলাল উদ্দীন ৭ নং হায়দার আলি  ৯ নং দেলোয়ার, ১০ আলহাজ্ব  জাকির হোসেন  ১১ নং ও নওসের আলী মহিলা কাউন্সিলার পিয়ারা বেগম, ফরিদা ইয়াছমিন,মায়া রানী দেবনাথসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক,শিক্ষক, ইমাম সাহেব,  মন্দিরের পুরুহিত,ডাক্তার,  সাংবাদিক, ব্যবসায়ী বিশিষ্ট ব্যাক্তি বর্গ বক্তব্য  রাখেন। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ