নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার নরসিংদীর শিবপুর উপজেলা শাখার আয়োজনে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ। একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলিম উদ্দিন ভূইয়া, সভাপতি শিবপুর উপজেলা হিউম্যান রাইউস রিভিউ সোসাইটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বকর তামিম আহ্বায়ক, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম।
অনুষ্ঠান উদ্বোধন করেন মফিজ উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার, পল্লী বিদ্যুত সমিতি, নরসিংদী।
প্রধান আলোচক ছিলেন মাওলানা খাইরুল ইসলাম ফরাজী সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা, কেন্দ্রীয় কমিটি। প্রধান মেহমান মোঃ মানিক মিয়া।
সমানিত অতিথি এড. মনিরুজ্জামান মোল্লা এ,পি,পি,জজ কোট,নরসিংদী।
আরো উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার আসাদ সরকার সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা নরসিংদী জেলা।
সাংবাদিক মোঃ ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা নরসিংদী জেলা।
গাজী ইসমাঈল ভাঁওয়ারী সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা নরসিংদী সদর উপজেলা। মোঃ আসালাম ভূইয়া, উপদেষ্টা বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা শিবপুর উপজেলা। সার্বিক পরিচালনা মোঃ মিজানুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক,মোমেন মনোয়ারা ফাউন্ডেশন শিবপুর, নরসিংদী। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুকুল মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'সমাজে অবহেলিত শিশুদের শিক্ষাদানের পাশাপাশি তাদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব বিত্তবানদের।' অবহেলিত শিশুদের কল্যাণে কাজ করবেন বলে জানান বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা।